আগরতলা, ১৮ মে : সাত সকালে অটো উল্টে মৃত্যু হয় অটো চালক জীবন চন্দ্র শীলের। তার বয়স আনুমানিক ৩৬ বছর। ঘটনা বিশালগড় গোলাঘাটি এলাকায় । এদিন সকালে তিনি অটো নিয়ে বিশালগড়ের দিকে আসছিলেন। গোলাঘাটি মডার্ন ক্লাবের কাছে আসতেই একটি কুকুর অটোর সামনে চলে আসে। সেই কুকুরকে বাঁচাতে হঠাৎ ব্রেক কষে দেন জীবন। তাতে অটো উল্টে যায়। তিনিও নিচে পড়ে যান। তাকে প্রথমে দয়ারাম পাড়া স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। সেখান থেকে জিবি রেফার করা হলেও টাকারজলা থেকে অ্যাম্বুলেন্স আসতে দেড় ঘণ্টা সময় লাগে। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে আনা মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন জীবন। তার প্রতিবেশীদের দাবি সময়মতো জিবি হাসপাতালে আনা গেলে হয়তো তাকে বাঁচানো যেতো।
0 মন্তব্যসমূহ