অমিত ভৌমিক
(বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব)
তিনি এখন কমোডিটি। পণ্য। বিপণনে ।বিজ্ঞাপনে।এখনও ভালো craze। বিজ্ঞাপন থেকে শো কেস। রবীন্দ্রনাথকে বিক্রি করতে দালালদের ভিড় । এই দুর্যোগের সময়ে পেট্রোলের লাইন কেও হার মানাবে। শুধু শো অফ।রবীন্দ্রনাথ মানেই শান্তিনিকেতন শুধু নয়,রবীন্দ্রনাথ মানে বাটিক প্রিন্টের শাড়ি ,মাথায় গোঁজা ফুল, পাঞ্জাবি আর ঝোলা কাঁধে আঁতেলদের ভিড়, অনুষ্ঠান মঞ্চায়ন,সামাজিক মাধ্যমে রিলস্ বানিয়ে আত্মপ্রচার শুধু নয়,রবীন্দ্রনাথ মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রী নয়,রবীন্দ্রনাথ মানে আগরতলার স্ব ঘোষিত দের ব্যবসা কেন্দ্রিক ম্যানিফেস্টো নয়, রবীন্দ্রনাথ আর সংস্কৃতি একে অপরের পরিপূরক । ক্লীবলিঙ্গের খোলস সর্বস্বতা নয়,ফুল,বেলপাতা আর ধূপের আচরণে নয়,সমাজ সুরভিত হোক রবীন্দ্রানুভবের ঋদ্ধ আচরণে। আমাদের জীবনবোধকে কুসুমিত করুক রবীন্দ্র পার্বণ। যেন অকপটে বলতে পারি "আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান"।
0 মন্তব্যসমূহ