আগরতলা, ২৯ মে : আগরতলার বনমালীপুর জলের পাম্প হাউজ গুলি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সহ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। পরিদর্শন কালে মেয়র বলেন অতি ভারী বৃষ্টি হওয়ায় শহরের নির্মাংশে কিছু কিছু জায়গায় জল জমে ছিল, কিন্তু পাম্প গুলি সচল থাকায় সহজেই দ্রুত সরে গেছে। বিদ্যুৎ এর জন্য ১৫ টি মধ্যে সবকটি পাম্প সচল রাখা সম্ভব না হলেও পাঁচটি ডিজেল চালিত পাম্প প্রতিনিয়ত কাজ চালিয়ে গেছে। মেয়র বলেন নগরবাসীর অসচেতনতার কারণে বহু জায়গায় ড্রেনে আবর্জনা জমে জল নিকাশি ব্যবস্থা বাধা প্রাপ্ত হয়েছে। এ বিষয়ে জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান রাখেন তিনি।
0 মন্তব্যসমূহ