অয়ন নাগ, ধর্মনগর, ৩১ মে উত্তর জেলার ৫৭নং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের হাফলং এর চিন্তা লোহারের ভবনে অনুষ্ঠিত হলো যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার সহ-সভাপতি শুভঙ্কর সাহা, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ অন্যান্য বিজেপির বিভিন্ন নেতৃস্থানীয়রা।
এই অনুষ্ঠান মূলত যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদেরকে নিয়ে। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় কৃষ্ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অপি দেবনাথকে, যে এবছর ত্রিপুরা বোর্ড পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দশম স্থান অধিকার করে সকলের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। অপি দেবনাথের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় এবং ঘরের বড় মেয়ে। শুধুমাত্র নিজের প্রচেষ্টায় বিজ্ঞান বিভাগের রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে সকলের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে পড়েছে। সে ভবিষ্যতে একজন আইএএস অফিসার হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করতে চায়।
0 মন্তব্যসমূহ