আগরতলা, ২১মে : প্রতি বছর ২১দিনটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করা হয়। এই দিবসের লক্ষ্য বিশ্ব জুড়ে চায়ের দীর্ঘ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেই সঙ্গে চা'র টেকসই উৎপাদন ও সেবনের পক্ষে কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজকর্মের প্রচার এবং উৎসাহিত করা। সারা বিশ্বের সঙ্গে সংগতি রেখে এদিন ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান এডভোকেট সমীর ঘোষ রাজ্যের সকল চা প্রেমীদের এবং চা শিল্পের সঙ্গে যুক্ত সকল অংশের মানুষদেরশুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের চা কে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। এই প্রসঙ্গে উল্লেখ যে বর্তমান সরকার এবং বিশেষ করে এডভোকেট সমীর ঘোষের হাত ধরে রাজ্যের চা শিল্প এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। একদিকে যেমন চায়ের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে চা চাষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সেইসঙ্গে রাজ্যে উৎপাদিত চা কে দেশ-বিদেশে কাছে পরিচিত করে তোলার লক্ষ্যে চা'র নিলাম কেন্দ্র স্থাপন, রেশন দোকানের মাধ্যমে চা বিক্রি এবং ত্রিপুরা চায়ের লোগো তৈরি করা হয়েছে। ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড তৈরি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন রেশন দোকান থেকে স্বল্প মূল্যে রাজ্যের উৎপাদিত উন্নত মানের চা সকালে যেন খান এই আহবান রাখেন।
0 মন্তব্যসমূহ