আগরতলা, ১৪ মে: রাজধানী আগরতলার ঊষা বাজারের ভারত রত্ন ক্লাবের সম্পাদক ভিকি হত্যা কান্ডের অভিযুক্তদের ফের রিমান্ডে পাঠালো আদালত। উষা বাজার গুলি কাণ্ডে গ্রেপ্তার প্রদ্যুৎ ধর চৌধুরী, সুস্মিতা সরকার এবং বীরচক্র ঘোষকে মঙ্গলবার আবারো আদালতে তোলা হয়।
আদালত প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে ১৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন এবং বীরচক্র ঘোষকে ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকার পক্ষের আইনজীবী শংকর লোধ জানিয়েছেন। আরো বলেন এখনো তেমন কোন তথ্য বেরিয়ে আসেনি। গোটা ঘটনাটা এখনও তদন্ত সাপেক্ষ। পুলিশ অভিযুক্তদের থেকে আরো তথ্য বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অভিযুক্তরা তেমন ভাবে সহযোগিতা না করায় পুনরায় তাদের রিমান্ডে নিয়ে গিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ