আগরতলা, ৫ মে : লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির এবারের লক্ষ্য ৪০০টির বেশি আসনে জয়লাভ করা। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে দলকে মজবুত করার লোককে অধিক সংখ্যক আসনে জয়ী হওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করে চলছে। পশ্চিমবঙ্গবাসীর সামনে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের বিষয়টি তুলে ধরার লক্ষ্যে রাজ্যের একাধিক নেতৃত্ব এখন সে রাজ্যের নির্বাচনী কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যও এদের মধ্যে রয়েছে। বিশেষ ভাগে তাকে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রচারের দায়িত্বে দেওয়া হয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে রবিবার দিনও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নেন৷ বোলপুরে বিজেপি কার্যকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এদিন তিনি প্রার্থীর সমর্থনে রোড শোতে অংশ নেন, এরপর বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান কর্মসূচি করেন প্রার্থীকে সঙ্গে নিয়ে। বোলপুর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুর কেন্দ্রের নির্বাচনী কোর কমিটির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। সেই সাথে দলীয় কার্যকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন তিনি। আগামী আরও কয়েকদিন সেখানে থেকে বিজেপি প্রতিনিধিদের হয়ে তিনি নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন৷ তাদের এই প্রচার কর্মসূচিতে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি কর্মসূচিতে প্রচুর সংখ্যক লোকজন শামিল হচ্ছেন।
0 মন্তব্যসমূহ