আগরতলা, ১৬ মে : বন্য দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে তেলিয়ামুড়ার বিভিন্ন অঞ্চলে। আবারো বন্য দাঁতাল হাতির দল তেলিয়ামুড়া মহকুমার বালুছড়া এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। বুধবার রাতে হাতি দল ভেঙ্গে তছনছ করে দেয় একাধিক কৃষকের কৃষি ক্ষেত। কৃষি ক্ষেতে এই হাতির তাণ্ডবে সর্বস্বান্ত একাধিক কৃষক।
সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষাধিক টাকা হবে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত মানুষদের। অন্যদিকে, তেলিয়ামুড়া বিস্তীর্ণ বনাঞ্চল গুলিতে থাকা বন্য দাঁতাল হাতির দল ঠেকাতে তেলিয়ামুড়া বনদপ্তরের একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরেও সাধারণ মানুষজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত রাতের ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত এক কৃষক সুরজিৎ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যখন এলাকায় বন্য দাঁতাল হাতির দল আক্রমণ সংঘটিত করে, সেই সময় বনদপ্তরের কর্তাদের টিকির নাগাল পাওয়া যায় না। হাতির দল যদি রাতে আক্রমণ সংঘটিত করে পরদিন সকালেও বন অধিকারিকদের ছায়া পর্যন্ত ঘটনা স্থলের আশপাশে দেখা যায় না। একদিকে বন্য দাতাল হাতির তাণ্ডব, অন্যদিকে বনদপ্তরের অকর্মণ্য ভূমিকায় সাধারণ মানুষজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি সরকার যেন বন্য দাঁতাল হাতির আক্রমণের এই সমস্যা সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
0 মন্তব্যসমূহ