আগরতলা, ২১ মে : দোকান বাকির টাকা চেয়ে টাকা তো মেলেনি উল্টে প্রাণ দিতে হলো দোকানের মালিককে। মর্মানিক এই ঘটনাটি ঘটেছে আগরতলার প্রতাপগড় এলাকার। ঘটনার বিবরণ দিতে গিয়ে সোমবার মৃত দোকান মালিক সুখেন দাসের স্ত্রী ইতি দাস সংবাদ মাধ্যমকে জানান, বেশ কিছু দিন দীপেন সরকার নামে রামকৃষ্ণ পল্লী এলাকার এক যুবক সুখেন দাসের দোকানের চা সিগারেট বাকিতে খাচ্ছিলো, গত ১৭মে তারিখে আবার সিগারেট চায়, তখন তিনি বলেন দোকান বন্ধ করে নিয়েছেন তাই দেওয়া সম্ভব নয়। পরদিন আবার দোকানে আসে দীপেন, তখন তার কাছে আগের বাকি টাকা দিতে বলেন সে উত্তেজিত হয়ে উঠে এবং রাস্তার পাস থেকে ইট তোলে সুখেন দাসের মাথায় একাধিক বার আঘাত করে। সঙ্গে সঙ্গে সুখেন দাস মাটিতে লুটিয়ে পড়েন। তখন উপস্থিত সকলে মিলে তড়িঘড়ি তাকে জিবি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করার কিছক্ষণের মধ্যে সুখেন দাস কোমায় চলে যান ও সোমবার রাতে তার মৃত্যু হয়। তার মঙ্গলবার মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হয়। এখন দুই মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন মৃতের স্ত্রী ইতি দাস, এই পরিস্থিতিতে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
0 মন্তব্যসমূহ