অয়ন নাগ, ধর্মনগর, ১০ মে : ওঝার বাড়িতে ঝাড়ফুঁক করাতে এসে নিখোঁজ কিছুটা মানসিক ভারসাম্যহীন এক যুবক, এই ঘটনা উত্তর জেলার বিষ্ণুপুর গ্রামে।
গত ৮ মে কদমতলা থানা এলাকার বিষ্ণুপুর গ্রামে ওঝার বাড়িতে চিকিৎসা করাতে নাম বিপ্লব পাল নামে বছর ২৪ এর এক যুবক পরিবারের সদস্যদের সঙ্গে আসে, তার বাবা দীলিপ পাল, বাড়ি বিলোনিয়া থানাধিন পশ্চিম বাইখোড়া এলাকায়।
এই ঘটনার বিষয়ে খোঁজ যুবকের বাবা দীলিপ পাল জানিয়েছেন, তিনি অসুস্থ ছেলেকে নিয়ে বিষ্ণুপুর গ্রামে এসেছিলেন ও অসুস্থ ছেলেকে নিয়ে ওঝা মানিক ভট্টর বাড়ি গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পর ওঝা ছেলেকে জলপড়া দিয়েছিলো। সেই সময় ওঝার বাড়ি থেকে হঠাৎ দৌড় দিয়ে কোথায় চলে যায় বিপ্লব। তাকে অনেক খোঁজ খবর করেও কোথাও পাওয়া যায়নি। অবশেষে এই ঘটনা লিখিত আকারে কদমতলা থানার পুলিশকে জানিয়েছেন। তিনি ছেলেকে অনেক চিকিৎসা করিয়েছেন। সে সুস্থ না হওয়ায় তিনি ওঝার বাড়ি এসেছিলেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।
0 মন্তব্যসমূহ