উৎপল বৈদ্য, বিলোনিয়া, ১৪ মে : বিলোনিয়াতে গাঁজা কান্ডে পুলিশের হাতে ধৃত দুই। গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক গাঁজাসহ সনক চৌধুরী ও পরিমল দেবনাথ নামে দুই যুবককে আটক করে। তাদের বাড়ি বড়পাথরী এলাকায়। নলুয়া এলাকার উদ্দেশ্যে গাঁজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝড়ঝড়ি এলাকায় প্রথমে পুলিশ আটক করলো সনক চৌধুরীকে। তার পেছনে পেছনে যাচ্ছিলো গাঁজা বুঝাই গাড়ি। সনককে পুলিশ আটক করেছে দেখে গাঁজা বোঝাই গাড়ির চালক পরিমল গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস গাড়িটিকে আটক করেন।
0 মন্তব্যসমূহ