আগরতলা, ৫ মে : পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষে রবিবার রাজধানী আগরতলার সংহতি সংঘের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয় প্রতিবছরের ন্যায় এ বছরও কবিগুরুর জন্মদিন উপলক্ষে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একে ঘিরে ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এই উপলক্ষে তিন ব্যাপি অনুসারে আয়োজন করা। ক্লাবের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে পঁচিশে বৈশাখের দিন। সেদিন রবীন্দ্র সংগীত নিত্য ইত্যাদির আয়োজন করা হবে। পাশাপাশি গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে। এদিন ১০০ জনের বেশি ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ