পুরি, উড়িষ্যা, ১৪ মে : উড়িষ্যার বিভিন্ন লোকসভা আসনের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার কর্মসূচি জারি রেখেছেন জননেত্রী প্রতিমা ভৌমিক। মঙ্গলবার সকালে তিনি পুরি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ত্রিলোচাপুর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন। এই সময় তার সঙ্গে বিজেপির স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়।
পাসপাশি তিনি পুরি লোকসভা কেন্দ্রের দেইপুর গ্রাম পঞ্চায়েতের কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মিলিত হন। জননেত্রীকে কাছে পেয়ে দলের স্থানীয় কার্যকর্তারা তাকে জড়িয়ে ধরেন।
সেই সঙ্গে উড়িষ্যার সত্যবাদী বিধানসভা কেন্দ্রের গদা বলভদ্রপুর পঞ্চায়েতে এক উঠান সভায় গ্রামের মহিলাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ হয় জননেত্রীর। স্থানীয় নেতৃবৃন্দ নেত্রীর কাছ থেকে রাজ্যে বিজেপির দীর্ঘ লড়াই এবং সবশেষে সাফল্যের শিখরে উঠে আসার ঘটনাগুলির মন্ত্রমুগ্ধের মতো শুনেন। তার কথা শুনে স্থানীয় নেতৃত্বরা মানসিকভাবে আরো চাঙ্গা হন।
0 মন্তব্যসমূহ