Advertisement

Responsive Advertisement

ম্যালেরিয়া প্রতিরোধে আগরতলার ড্রেনে গাম্বুছিয়া মাছ ছাড়া হল

আগরতলা, ১৭ মে : বর্ষার মরসুম এলেই ম্যালেরিয়ার প্রদুর্ভাব দেখা দেয়। তাই ম্যালেরিয়াকে প্রতিহত করতে বর্ষা নামার আগেই ত্রিপুরা রাজ্য জুড়ে বিশেষ তৎপরতা শুরু করেছে জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা। মূলত খুলা জলাজমি ড্রেনের জলে মশা ডিম পাড়ে ও বংশবিস্তার করে। মশারা যাতে বংশ বিস্তার না করতে পারে তার জন্য রাজ্যের প্রতিটি শহরাঞ্চলে যেখানে খুলা ড্রেন ও জলাবদ্ধ জায়গা রয়েছে এই জায়গা গুলিতে গাম্বুছিয়া মাছ ছাড়া হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলার বটতলা এলাকায় ড্রেনে গাম্বুছিয়া মাছ ছাড়া হয়। আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার নিজ হাতে এই মাছগুলোকে ড্রেনে ছাড়েন। এই সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার অতিরিক্ত মিশন ডিরেক্টর বিনয় ভূষণ দাসসহ অন্যান্য আধিকারিকরা। গাম্বুছিয়া মাছের বৈশিষ্ট্য হলো এরা ড্রেনের জলেও বেঁচে থাকতে পারে এবং মশার ডিম লারভা ইত্যাদি খেয়ে মশার বংশবৃদ্ধি রোধ করে। বিনয় ভূষণ দাস সংবাদ মাধ্যমকে জানান আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি জায়গাতে এই মাসগুলি ড্রেন এবং জলাভূমিতে ছাড়া হবে যাতে করে বর্ষায় মশার উপদ্রব না দেখা দেয় এবং রাজ্যবাসীকে ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা করা যায়। পাশাপাশি দিন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলা জেলা শাসকের সঙ্গে ম্যালেরিয়া প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়ে বৈঠকে মিলিত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ