আগরতলা, ১৯ মে : ঊষা বাজারের পর এখন বাজারের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত নরসিংগড় বাজার! কয়েক ঘণ্টার মধ্যে দুই দুই বার সংঘর্ষের ঘটনা দুই পক্ষের মধ্যে। এয়ারপোর্ট থানায় ৪ জনের বিরোদ্ধে মামলা করা হয়েছে।
উষা বাজারের ভারতরত্ন ক্লাব দখলের লড়াইকে কেন্দ্র করে যে খুনের ঘটনা সংঘটিত হয়েছে তার রেশ এখনো কাটেনি, তারই মধ্যে বাজারের কমিটি গঠন করাকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত নরসিংগড় এলাকা। কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার মারপিটের ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগ হয়। পরবর্তী সময় থানায় মামলা করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিংগড় বাজারের পুরাতন কমিটিকে না জানিয়ে নতুন কমিটি গঠন করে ফেলে কতিপয় ব্যবসায়ীরা। অভিযোগ স্থানীয় দেবজ্যোতি দেব উরফে মান্না নামে এক ব্যাক্তির তৎপরতায় গত ১০মে শনিবার নতুন কমিটি নরসিংগড় বাজারে একটি সভার আয়োজন করলে স্থানীয় ব্যাবসায়ীদের ভোটে গঠিত পুরাতন কমিটি এই সভা করতে বাধা দেয়। এর জেরে দুই কমিটির মধ্যেই বিবাদ বাধে, নতুন কমিটির বিরুদ্ধে অভিযোগ তারা পুরান কমিটির সদস্যদের মারধর করে। এই ঘটনারপ্রতিবাদে থানার দ্বারস্থ হন পুরান কমিটির সভাপতি। তিনি দেবজ্যোতি দেব উরফে মান্না সহ ৪ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার বিস্তারিত জানাতে গিয়ে পুরান কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, স্থানীয় দেবজ্যোতি দেব ওরফে মান্না নামে এক ব্যাক্তির নেতৃত্বেই নতুন কমিটি গঠন করা হয়। তবে এই ঘটনায় দলীয় কোন বিষয় রয়েছে কিনা সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগকারীদের পক্ষের। দাবি উঠছে ঊষা বাজারের ভারতরত্ন সংঘের নতুন কমিটি পুরাতন কমিটির সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ধরনের কোন অপ্রিতিকর পরিস্থিতি হওয়ার আগে এই বিষয়ে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পরিস্থিতি নিয়ন্ত্রনে এগিয়ে আসা উচিৎ।
0 মন্তব্যসমূহ