উৎপল বৈদ্য বিলোনিয়া, ২৬ মে : বেশ কিছু দিন ধরে বিলোনিয়া শহরে একাংশ ব্যবসায়ীদের কালোবাজারির অভিযোগ উঠছে। অবশেষে রবিবার সকাল থেকে এর প্রেক্ষিতে অভিযান শুরু করলো। বিলোনিয়া এক নং টিলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায়, এছাড়া শহরের রাজীব কর্নার সহ মহকুমার বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাস, খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মূলত বাজার গুলোর মধ্যে চিনি, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন সামগ্রীর অস্বাভাবিক মূল্য রাখা এবং অবৈধ ভাবে মজুদ ভান্ডার থাকার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক পরিমাণে মূল্য আদায় করার অভিযোগ উঠছে। এই অভিযোগ খতিয়ে দেখতে এই দিনের অভিযান। আধিকারিকরা এও জানান বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে কোন রকম কালোবাজারি না করতে এবং বাজারে নির্ধারিত মূল্যর চেয়ে ক্রেতাদের কাছ থেকে বেশী মূল্য না নেওয়ার জন্য।
0 মন্তব্যসমূহ