আগরতলা, ২৩ মে : পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার অবৈধভাবে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে। এই অসংবিধানিক কাজের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে ওবিসি মোর্চার তরফে এক সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সরকারের এই সংবিধানিক কাজকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা বিজেপি প্রদেশ ওবিসি মোর্চার নেতৃত্বরা।
এদিন ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চার সভাপতি অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ বলেন, মমতা ব্যানার্জি সরকার সংবিধানের নামে শপথ গ্রহণ করে অসংবিধানিক কাজে যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবঙ্গ একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। কিছুদিন আগেও সরকারি চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অবৈধ ভাবে সরকারি চাকরি দেওয়ার ফলে অনেকের চাকরি চলে যায় ঠিক তেমনি গত বুধবারে কলকাতা হাইকোর্টের রায়ে দেখা গেছে পশ্চিমবঙ্গে পাঁচ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে। যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনুযায়ী ২৭ শতাংশ মুসলিম রয়েছে তথ্য অনুযায়ী সেই রাজ্যে ৬৬ শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে মুসলমান সম্প্রদায়ের থেকে। পশ্চিমবঙ্গ সরকার অবৈধ ভাবে বাংলাদেশ থেকে আসা মানুষদের মধ্যে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে সেই ওবিসি সার্টিফিকেট বিতরণ করার কাজটি তৃণমূল সরকার করেছে। এবং পাশাপাশি তিনি বলেন কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসু হওয়া ৫লক্ষ ওবিসি সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট। তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার অত্যন্ত নিলজ্জ ভাবে একাজটি করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবিসি মোর্চার প্রাক্তন প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। এদিন সাংবাদিক সম্মেলনের সমীর ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন তাপস মজুমদার এবং মলিনা দেবনাথ।
0 মন্তব্যসমূহ