আগরতলা, ২১ মে : গত ১৮মে তারিখে রাজধানীর আগরতলার সূর্য মনির নগর এলাকার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বাইক এবং বাসের সংঘর্ষে মৃত্যু হয় সম্রাট ওরাং নামে এক চা শ্রমিক যুবকের। বাসের চাকা পিষেদেয় তার মাথা ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই চা শ্রমিকের পাশে দাঁড়িয়েছে ত্রিপুরার চা উন্নয়ন নিগম। সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে নিগমের তরফে। ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান এডভোকেট সমীর ঘোষ নিজে নিহত সম্রাট ওরাং এর কমলা সাগর বিধানসভার ৪১ নং বুথ এলাকার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আকাশ মেঘ এই মৃত্যুর জন্য তিনি পরিবার-পরিজনকে গভীর সমবেদনা জানান। স্বজনের সাথে কথাবার্তা বলেন তিনি আশ্বাস দেন আগামী দিনে সম্রাট ভাইয়ের দুই মেয়ের লেখাপড়ার জন্য সব ধরনের সহায়তা করা হবে। চেয়ারম্যানের কথা শুনে এই দুঃখের পরিস্থিতিতেও আশ্বস্ত হয় নিহতের পরিবার।
0 মন্তব্যসমূহ