আগরতলা, ১৩ মে : ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হল এক যুবক। আগরতলা সাব্রুম সড়কেএই ঘটনাটি ঘটেছে সোমবার। ঘটনার বিবরণে জানা যায় আগরতলা রাধানগর এলাকার বাসিন্দা বছর ২১এর সন্দীপ আচার্য নিজের মায়ের সঙ্গে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেওয়ার জন্য যাচ্ছিল। মত আগরতলা থেকে ট্রেনে করে উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়। বিশ্রামগঞ্জ এলাকায় হঠাৎ চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যান সন্দীপ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে, ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে ট্রেনের পাশের রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান মা সহ সঙ্গে থাকা লোকজন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করে। বর্তমানে সে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সে ট্রেনের পাশে দরজার সামনে ছিল তাই ছিটকে পড়েছে বলে জানানতার সঙ্গে লোকজন।
0 মন্তব্যসমূহ