আগরতলা, ৮ মে : রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত রয়েছে। দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচ বছরের এক শিশু। এই দুর্ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার আমতলী এলাকার মধ্যপাড়ায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির বাবা জানান বুধবার একটি দ্রুতগামী মারুতি আল্টো গাড়ি স্বজোরে ধাক্কা মারে শিশুটিকে এবং গাড়িটি পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। আহত অবস্থায় তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে আসা হয় এবং আশংকা জনক অবস্থা চিকিৎসা চলছে। তবে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা যায়নি বলেও জানান শিশুটির বাবা। এভাবে একাংশ উম্মত্ত ড্রাইভারের কারণে রাজ্যে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন যাতে এই সকল গান চালকদের বিরুদ্ধে কটুর পদক্ষেপ গ্রহণ করে এই দাবি সাধারণ মানুষের।
0 মন্তব্যসমূহ