কলকাতা, ১২ মে : বিজেপির পশ্চিমবঙ্গের প্রার্থীদের হয়ে এখন দিনরাত প্রচারে ব্যস্ত রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার দুপুরে বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর বিধানসভার সাহেবডাঙ্গা কমিউনিটি হলঘরে নেতুরিয়া ব্লকের অধীন বিজেপি'র ১নং মন্ডলের শর্বরী ও সালতোর অঞ্চলের বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখদের নিয়ে আয়োজিত কর্মী বৈঠকে পৌরহিত্য করে দলীয় প্রার্থী ডাঃ সুভাষ সরকার-কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পাশাপাশি এদিন সন্ধ্যায় সন্ধ্যায় বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর বিধানসভার হাঁসডিমা ময়দানে বিজেপি'র ৩নং মন্ডলের উদ্যোগে সাঁতুড়ি ও গড়শিকা গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখদের নিয়ে আয়োজিত কর্মী বৈঠকে পৌরহিত্য করে আগামী ২৫শে মে বাঁকুড়া লোকসভা আসনের ভোটে দলীয় প্রার্থী ডাঃ সুভাষ সরকার-কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সর্বশক্তি লাগিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।।
0 মন্তব্যসমূহ