Advertisement

Responsive Advertisement

আমরা শ্রমিক

                                             কল্যাণী ভট্টাচার্য

আমরা শ্রমিক আমরা মজুর
আমরা বাঁচি মৃত্যু কে সঙ্গী করে
জীবন সংগ্রাম করি দুমুঠো অন্নের তরে। 

সারাটা দিন তপ্ত রোদে ঝড়াই নিত্য ঘাম। 
শ্রমিক বলে এই সমাজে পাই না কোন দাম। 

ইটের বোঝা মাথায় নিয়ে বানাই দালান বাড়ি
পিচ ঢালা রাস্তা বানাই হাঁকিয়ে চলো গাড়ি। 
সুতো দিয়ে তৈরি করি বস্ত্র কত শত
কারখানায় কাজ করি দিনরাত অবিরত। 

আমাদের ও আছে ঘর আছে ছেলে মেয়ে
কতদিন চলে আর আধপেটা খেয়ে। 
আমরা যদি না ঝড়াতাম মোদের রক্ত ঘাম
তবে এই সমাজে তোমাদের থাকবে কি দাম। 

আছে দানা মজবুত কতশত তোমাদের ঘরে
আমরা মরি ক্ষিধের জ্বালায় মরছি জ্বরের ঘোরে। 
দিনরাত কাজ করে পাই না ঘামের সঠিক দাম
আমাদের মাঝে রেখে তোমরা কিন তোমাদের নাম। 

তোমরা থাক দালান কোঠায় কাটাও সুখে দিন
শ্রমিক বলেই কি হয় না মোদের কখনো শোধ ঋণ। 

মোদের দাবি নায্য দাবি হয় না পূরণ আজো
কারখানাতে কাজের সময় চব্বিশ ঘন্টা আজো। 
আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে তেই হয়
সেমিনারে শ্রমিক কথা শুধু কথা হয়েই রয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ