অয়ন নাগ, ধর্মনগর, ৬ মে : এবার ঝড়-বৃষ্টিকে হাতিয়ার করে ধর্মনগরে হাত সাফাই করছে চোরের দল। গত কদিন ধরে ধর্মনগর মহকুমা জুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড়ের কারণে শহর থেকে গ্রামীণ এলাকা সব জায়গাই প্রায় বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। আর এই অন্ধকারের সুযোগকে কাজে লাগাচ্ছে চোরের দল। ধর্মনগরের বাসিন্দা পদ্মিনী রিয়াং-এর ঘর অন্ধকারাচ্ছন্ন থাকায় সে তার মেয়েকে নিয়ে সাকাইবাড়ির তিন নং ওয়ার্ড থেকে এক আত্মীয় বাড়ীতে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরে এসে দেখে সবকিছু তছনছ করে, চোরের দল কানের দুল, হাতের বালা, পায়ের নুপুর ইত্যাদি অলংকার নিয়ে গেছে। বাড়ির মালিকের নাম দিলীপ দেবনাথ। এভাবে দিন দিন ধর্মনগরে চুরির ঘটনার বৃদ্ধি পাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
0 মন্তব্যসমূহ