আগরতলা, ১০মে : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ। শুক্রবার পূর্ব আগরতলা থানার ওসি সনজিৎ সেন সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে রাজধানী কলেজ টিলা ও শিবনগর এলাকায় নিষিদ্ধ নেশা সামগ্রী বিক্রি হতে পারে। সেই মতো বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে বিশেষ নজরদারি চালায়। কলেজ টিলার লেকের পাশে প্রাথমিক ভাবে তিনজন নেশার কারবারিকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা স্কুটিতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ব্রাউন সুগারের একটি প্যাকেট উদ্ধার হয়। পাশাপাশি রাজধানীর কল্যাণী এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজন নেশা কারবারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে নেশা কারবারিদের কাছে খুচরো বিক্রি করার জন্য ১৫০ টি কৌটো উদ্ধার হয়। নেশা কারবারের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং ১হাজার ২০০ নগদ টাকা উদ্ধার হয়। পুলিশে জিজ্ঞাসা বাদে তারা জানিয়েছে এই মাদক গুলি কলেজ ছাত্র-ছাত্রী এবং আশেপাশের এলাকার মানুষের মধ্যে কচুয়া দামে বিক্রি করতো। তাদের কাছ থেকে আটক হওয়ার ব্রাউন সুগার গুলির ওজন ১৬ গ্রাম এবং এগুলোকে বাজেয়াপ্ত করে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে। নিষিদ্ধ নেশা সামুদ্রিক গুলির বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের নাম যথাক্রমে বিশ্বজিৎ নম:, জুয়েল মিয়া, সুজিৎ সাহা, লিটন দাস এবং ভিকি তাঁতি। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কয়েকটি নাম জানতে পেরেছে পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে এই নামগুলো গোপন রাখা হয়েছে।
0 মন্তব্যসমূহ