অয়ন নাগ, ধর্মনগর, ১১মে : গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে উত্তর জেলা পুলিশের বিরাট সাফল্য। ঘটনা বিবরণে জানা যায় ধর্মনগর থেকে মিজোরামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর সংখ্যক বিলেতি মদ। এই খবর পেয়ে ধর্মনগর থানার কর্তব্যরত অফিসার মনোজ কুমার পাল ও বিশ্বজিৎ সাহা সহ বিশাল পুলিশ বাহিনী ধর্মনগর আই এস বিটি পয়েন্টে উৎ পেতে বসে এম জেড ০১ ওয়াই ৫৩২৪ ও এম জেড ০৬ ৯৩৯১ গাড়িটিতে তল্লাশি চালায় তখন গাড়ির ভেতর থেকে প্রচুর সংখ্যক মদ উদ্ধার করে। সঙ্গে ১০ জন মিজোরামের যুবক কে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। তারা ধর্মনগর থানার হেফাজতে রয়েছে।
0 মন্তব্যসমূহ