আগরতলা, ১৫ মে :আগরতলার সুপরিচিত কালিকা জুয়েলার্সের অন্যান্য বছরের ন্যায় এবছরও অক্ষর তৃতীয়া উপলক্ষ্যে বিশেষ অফার দেয়। এই অফারের অংশ হিসেবে লাকি-ড্র অনুষ্ঠিত হল বুধবার আগরতলার হরিগঙ্গা বসাক রোডস্থিত প্রতিষ্ঠানের শোরুমে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে ১ লা মে থেকে ১১ই মে পর্যন্ত ছিল কালিকা জুয়েলার্সের বিশেষ ছাড়। এই অফার চলাকালীন সময়ে যারা গহনা ক্রয় করেছেন তাদের মধ্যে থেকে বুধবার জুয়েলারির শোরুমে সাংবাদিকদের উপস্থিতিতে এক লাকি ড্র এর মাধ্যমে দু'জন বিজয়ীকে বেছে নেওয়া হয়। যাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি করে স্কুটি। বিজয়ী দু'জনের কুপন নাম্বার হল B-5939 এবং D-5738। আগামী কিছুদিনের মধ্যেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান জুয়েলারির অন্যতম সদস্য মৃন্ময় চৌধুরী।
0 মন্তব্যসমূহ