আগরতলা, ৭ মে : আইনজীবী অঞ্জন দেবনাথের নাম করে টাকা নিয়েছেন ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো মোহনপুরের মুহুরি বাবুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। বামুটিয়া বড় আমতলীর ভবানী ঘোষের পরিবারের কাছ থেকে এই টাকা নিয়েছে বলে অভিযোগ। মহিলা পরিবারের জমির নথিপত্রও আটকে রাখার অভিযোগ সেই মুহুরির বিরুদ্ধে। তাই তিনি এক প্রকার বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
0 মন্তব্যসমূহ