আগরতলা, ১৪ মে : কেন্দ্রীয় সংশোধনাগারের নজরদারিতে থাকা নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে গেল কুখ্যাত এক জঙ্গি।
সিপাহীজলা জেলার বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তার ব্যবস্থা যে ফস্কাঘেরোয় বাধা তা প্রমাণিত হলো। জেলেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের একাংশের গাফিলতির জন্য এই অবস্থায় পরিণত হয়েছে বলে অভিযোগ। রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি'র এক কুখ্যাত সদস্য স্বর্ণকুমার ত্রিপুরা মঙ্গলবার জেল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই দৌরঝাপ শুরু হয় সংশোধনাগারে। ছুটে যান সিপাহীজলা জেলার জেলাশাসক, পুলিশ সুপারসহ উচ্চপদস্থ আধিকারিকরা। চাঞ্চল্যকর এই ঘটনাটিকে চেপে যাওয়ার চেষ্টা করছেন একাংশ জেল আধিকারিকরা বলেও অভিযোগ। এই ঘটনার খবর সংগ্রহ করতে কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে সাংবাদিকরা পৌছলে একাংশ নিরাপত্তাকর্মী সাংবাদিকদের জেলের বাইরের ছবি তুলতে বাধা দেন। এই বিষয়ে মুখে কুলুপ এটেছে জেল কর্তৃপক্ষ।
নিষিদ্ধ জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরা এর আগেও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এবং ২০২২ সালের জানুয়ারি মাসে কাঞ্চনপুর জেল থেকে
পালিয়ে ছিল জেল পালানো তার কাছে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
0 মন্তব্যসমূহ