আগরতলা, ১৮ মে : আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস উপলক্ষ্যে রবিবার আগরতলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের উদ্যোগে। রাজধানী আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য্য প্রফুল্ল চন্দ্র স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। মোট তিনটি বিভাগে হবে এই প্রতিযোগিতা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী মিলে একটি বিভাগ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত একটি বিভাগ। তৃতীয় এবং শেষ বিভাগটি নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে। এই প্রতিযোগিতায় সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ নিতে ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের তরফে আহ্বান জানানো হয়েছে। প্রতিবছর বোর্ডের তরফে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ