'''''''''''''""""""' চলাচল """""""""""
মিতালী দে
এশিয়া আর ইউরোপ যোগ করে
বসফরাস প্রণালীর উপর যে সেতুটা
সেই সেতু দিয়েই একবার এদিকে
একবার ওদিকে
আজীবনের চলাচল
ভূখন্ডগুলিও চিনে গেছে
কিছু বলে না,
ঝুলন্ত সেতুতে যারা যাতায়াত
করে তাদের আপন কেউ থাকে না
অরণ্য না, বাতাস না আকাশ না
শুধু নিজের জন্য বেঁচে থাকা
নিজের জন্য কুড়িয়ে নেয়া সমৃদ্ধি
এ আরেক রকম বাঁচা ।
---------**---------
-------- দ্য লাস্ট লিফ
মিতালী দে
ব্রাশ প্যালেটে সবুজে হলুদে
অপূর্ব অনবদ্য
এক একক পত্র
অবিরাম বৃষ্টিধারায় স্নাত গহন
রাতে, জানালার কাচ দিয়ে আসা
মৃদু আলোকে
মই বেয়ে উঠে
পাতা ঝরে যাওয়া আইভি লতায়
আটকে দেয়া শিল্পীর শ্রেষ্ঠ সৃজনে
লাইফবোটে অন্যকে তুলে দিয়ে
নিজের হারিয়ে যাওয়া,
রুগ্ ন মুমূর্ষু সমাজ সংসার বাঁচানোর আকুল প্রয়াসে পবিত্র অগ্নিকুন্ডে ঝাঁপিয়ে পড়ে
এভাবেই তারা বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী
ইতিহাসের অমৃতধারায়, জীবনের মূল মন্ত্রে,
সুন্দরের জয়গানে
0 মন্তব্যসমূহ