Advertisement

Responsive Advertisement

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার

আগরতলা, ১৭ মে : ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর এবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। শুক্রবার তিনি  পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডা: অনির্বাণ গঙ্গোপাধ্যায়-এর সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি বারুইপুরে ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিনের বাম শাসনকে ক্ষমতাচ্যুত করে বিজেপির ক্ষমতায় আসার ক্ষেত্রে মহিলাদের ভূমিকার বিষয়ে আলোচনা করেন। আগামী আরো বেশ কিছুদিন তিনি সে রাজ্যের নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ