আগরতলা, ১১ মে : রবিবার ১২ মে, এই দিনটিকে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষ্যে একসঙ্গে তিনশো টি গাছের লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলার জিবি হাসপাতাল থেকে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা হবে যা সারা রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউটে, হাসপাতালে এবং নার্সদের বাড়িতে সবাই মিলে একই সময়ে ৩০০ টিরও বেশী বৃক্ষরোপন করবেন। সারাদিন ব্যাপি চলবে এই কার্যক্রম। সেই রয়েছে জুস এবং তরমুজ বিতরণ সহ অন্যান্য সামাজিক কর্মসূচি। সকাল ১০টায় জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের সামনে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের চরণে পুষ্পঅর্পণ করে শুরু হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিকর্তা, ডেপুটি এম এস, বন অধিকর্তা, সহ অন্যান্য নার্সিং স্টুডেন্টস এবং নার্সরা।
এই কর্মসূচিকে সফল করার জন্য শনিবার গুরখাবস্তীর স্বাস্থ্য দপ্তরের অফিসের সামনে রাজ্যের সমস্ত নার্সিং ইনস্টিটিউট গুলির মধ্যে চারা গাছ বিতরণ করা হয়েছে রবিবারের কর্মসূচি সফল করার জন্য। সমস্ত নার্সিং কলেজ গুলিতে বিভিন্ন ফল ফুলের গাছ বিতরণ করা হয়, স্বাস্থ্য দপ্তরের সামনে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে আন্তর্জাতিক নার্সের দিবস উপলক্ষে।
0 মন্তব্যসমূহ