Advertisement

Responsive Advertisement

বৈশাখী মেলার দোকান ভিটি বন্টন নিয়ে রহিমপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এক

 মমিনুল ইসলাম, বক্সনগর, ৪ মে: সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের অন্তর্গত রহিমপুর বাজারের প্রতি বছর বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবছরের এই মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত এলাকার সমাজসেবী খোরশেদ আলম। রহিমপুর বাজারে শনিবার বৈশাখী মেলা শুরু হয়। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দিতে আসেন। মেলা উপলক্ষে দোকানদাররা দোকান দিতে আসলে শাহজাহান মিয়া নামে এক্স স্থানীয় ব্যবসায়ী মেলায় আসার দোকানীদের বসতে বাধা দেয় বলে অভিযোগ। এই কথা শুনে মেলা কমিটির সম্পাদক তথা সমাজসেবী খুরশেদ আলম শাহজাহান মিয়ার সঙ্গে কথা বলতে যান। প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে হঠাৎ শাহজাহান ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ছু্রি বের করে খোরশেদের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন। একথা শুনে খোরশেদের ভাই সোহেল ঘটনাস্থলে আসলে তাকেও লাঠি দিয়ে হাতে আঘাত করে। এরপর অভিযুক্ত শাহাজান মিয়া ঘটনাস্থল স্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করার জন্য তার বাড়িসহ এলাকা তল্লাশি চালান। ঘটনায় আহত খোরশেদ আলমকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক স্নিগ্ধা দাস তার প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর আশঙ্কা জনক পরিস্থিতি দেখে আগরতলায় রেফার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ