আগরতলা, ৮ মে : সবাই যখন গান কবিতা আবৃত্তি নাচ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনে ব্যস্ত, ঠিক তখন খানিকটা ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হলো আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ১২নং ওয়ার্ডের অন্তর্গত ভাতৃগণ ক্লাবের উদ্যোগে স্বচ্ছ অভিযান করা হয় এদিন। সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা সহ ক্লাবের স্থানীয় এলাকার লোকজন ও সাধারণ মানুষ। সবাই মিলে গোটা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে হাত লাগান সান্তনা সাহা নিজে।
0 মন্তব্যসমূহ