সেই সঙ্গে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন মলদ্বীপে কোনও ভারতীয় সেনা থাকবে না। ভারত সরকারকে অনুরোধ করেন তার দেশ দেশ থেকে সেনা প্রত্যাহারের জন্য। সেই নিয়ে দীর্ঘ আলোচনার পর ভারত সরকার মেনে নেয় মুইজ্জুর অনুরোধ। এরপরই মলদ্বীপ থেকে ধাপে ধাপে ৭৬ জন সেনাকে ভারতে ফিরিয়ে আনা হয় দেশে। ভারতীয় সেনা প্রত্যাহারের পর সে দেশের সেনাবাহিনীতে বড়সড় বিপত্তি দেখা দেয়। মলদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী ঘাসান মৌমুন সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই নিজেদের চলে আসায় তাদের সমস্যার কথা জানান। এবিষয়ে তিনি বলেন, ‘ভারতের দেওয়া তিনটি বিমান উড়ানোর মতো দক্ষ পাইলট তাদের দেশের সেনাবাহিনীতে নেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষ বিমানগুলি উড়ানোর জন্য তাদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ পদ্ধতিতে একাধিক পর্যায় রয়েছে। কিন্তু নানা কারণে প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। তাই তাদের সমস্যার সমাধান হয়নি।
0 মন্তব্যসমূহ