উৎপল বৈদ্য, বিলোনিয়া, ২৮ মে : সোমবার রাত আনুমানিক ১১ টার পরে দক্ষিণ জেলার কালমা সূর্যপ্রসাদ পাড়ায় মিহির রিয়াং নামে এক ব্যক্তির রাবারের নার্সারিতে দুষ্কৃতীর দল প্রবেশকরে প্রায় ৮ হাজার রাবারের চারাগাছ নষ্টকরে। জানাযায় মিহির রিয়াং আগামীমাসের ৭ তারিখে এই চারাগাছগুলি রাবার বোর্ডে প্রেরন করার প্রস্তুতি নিচ্ছেন। রাবার বোর্ড থেকে চারা গাছের সাপ্লাই অর্ডার পেয়েছেন তিনি। এই নার্সারিতে প্রায় ৯০ হাজার চারা গাছ লাগিয়েছেন তিনি। গতকাল রাতে কে বা কারা বাগানে প্রবেশকরে চারাগাছ নষ্টকরে বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি নজরে আসারপর এই বিষয়ে বাইখোড়া থানায় একটি লিখিত অভিযোগদায়ের করেন। মিহির রিয়াং জানান এই চারা গাছ নষ্ট হওয়াতে তার প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি জানান যেসকল লোকজনেরা রাবারের চারাগাছ নষ্ট করেছে এলাকার লোকজনেরা যদি তাদেরকে চিহ্নিত করেদিতেপারে তবে তাদেরকে নগদ ১ লক্ষ টাকা পুরষ্কৃত করাহবে এবং তাদের পরিচয় গোপন রাখাহবে। এখন দেখার বিষয় দুষকৃতিকারীদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়। বিলোনিয়া থেকে উৎপল বৈদ্যর রিপোর্ট।
0 মন্তব্যসমূহ