আগরতলা, ৫ মে : নির্বাচনের সম্ভাব্য ফলাফল, আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক দিক, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভা হয়েছে কংগ্রেস ভবনে। প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটি , জেলা ও ব্লক সভাপতিগণ ও বিভিন্ন শাখার প্রধানরা এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন। বিশিষ্টদের মধ্যে ছিলেন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা , বিধায়ক সুদীপ রায় বর্মন , প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্নান্নরা। পিসিসি সভাপতি দাবি করেন , এবারে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। এদিনের বৈঠকে সংগঠন আরো মজবুত করতে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। ভোট গণনার দিনে নেতা কর্মীদের ভূমিকা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।
0 মন্তব্যসমূহ