আগরতলা, ৭ মে : ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উষাবাজার এলাকার ভারতরত্ন সংঘ'র সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকির চাঞ্চল্যকর হত্যা মামলায় অভিযুক্ত প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে চার দিনের পুলিশ রিমান্ড শেষে মঙ্গলবার ফের আদালতে তোলা হয়। তাদের সাথে কলকাতা থেকে গ্রেপ্তার করা অভিযুক্ত বীরচক্র ঘোষকেও এদিন আদালতে তোলা হয়। পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে আদালত আবেদন জানায়। সবকিছু দেখে আদালত প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং বীরচক্র ঘোষকে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে সংবাদ মাধ্যমকে সরকার পক্ষে আইনজীবী রাজু দত্ত।
এদিকে ভারতরত্ন সংঘের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ ধর চৌধুরীর বাড়িতে এবং আরো এক অভিযুক্ত সুকান্ত গুপ্তর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আদালতের অনুমতি ক্রমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালানো হয়।
0 মন্তব্যসমূহ