আগরতলা, ১৫ মে: ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন স্কুলের ছাত্রী দেবাঙ্গনা দাসকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, এবারের সিবিএসই পরিচালিত দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন দেবাঙ্গনা।
বুধবার মুখ্যমন্ত্রী ডাঃ. সাহা তাঁর সরকারি বাসভবনে দেবাঙ্গনা দাসের সাথে দেখা করেন এবং তাকে তার আরও পড়াশোনার জন্য একটি ট্যাবলেট উপহার দেন।
পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ সাহা জানান, সি.বি.এস.ই পরিচালিত দ্বাদশ মানের পরীক্ষায় সমগ্র উত্তর পূর্বাঞ্চলে সম্ভাব্য প্রথম স্থানাধিকারীনি ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের কৃতি ছাত্রী সুশ্রী দেবাঙ্গনা দাসকে আজ আমার সরকারি বাসভবনে অভিনন্দন জানাই। তার এই কৃতিত্ব রাজ্যের সকল শিক্ষার্থী বিশেষ করে কন্যাসন্তানদের অত্যন্ত অনুপ্রাণিত করবে, আমি তার সুন্দর ভবিষ্যৎ এর কামনা করি। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সংস্থাপক শ্রদ্ধেয় শ্রী মহন্ত ডঃ বৃন্দাবন বিহারি দাস কাঠিয়া বাবা মহারাজজীকেও অভিনন্দন ও শ্রদ্ধা জানাই।
0 মন্তব্যসমূহ