আগরতলা, ১৪ মে : সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল করলো সিপিআইএমএর পশ্চিম জেলা কমিটি। এদিন রাজধানীর মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। মিছিলের পর ওরিয়েন্ট চৌমুহনীতে হয় পথসভা। এই কর্মসূচি প্রসঙ্গেডালে রাজ্য সম্পাদক জানান , গ্রাম পাহাড়ে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে । গত ছয় মাস ধরে গ্রামে কোন কাজ নেই ।এই ক্ষেত্রে অস্তিত্বহীন সরকার বিকশিত ভারত নিয়ে বিভোর। এই পরিস্থিতিতে অবিলম্বে কাজ ,খাদ্য ,পানীয় জল ,সেচ ও বিদ্যুৎ এর সংকট অবসানের দাবিতে দল এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে বলে জানান তিনি। রাজ্যের প্রতিটি মহকুমাতে এই আন্দোলন কর্মসূচি করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ