Advertisement

Responsive Advertisement

১০,৩২৩ এর শিক্ষক জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে সহায়তার প্রার্থনা

নিউজটির ভিডিও দেখতে ক্লিক করুন এখানে 👈আগরতলা, ১৪ মে : অসুস্থতার কারণে মৃত্যুমুখে ১০,৩২৩ চাকুরিচ্যুত প্রাক্তন শিক্ষক মাধব দেবনাথ। গত আটদিন ধরে হাসপাতালে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন তিনি। এই পরিস্থিতিতে  মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চাইলেন তার স্ত্রী।
মঙ্গলবার চাকুরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথের স্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পশ্চিম নয়াগাঁও এলাকার বাসিন্দা মাধব দেবনাথ। দীর্ঘ দিন যাবৎ তিনি লিভারজনিত দূরারোগ্য রোগে ভুগছেন। ঋণ নিয়ে বহিঃরাজ্যে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে কিছুদিন অতিক্রান্ত হয়। কিন্তু তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাই গত আটদিন ধরে হাসপাতালে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। ঋণ করে চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারের সদ্যসরা এখন সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তাই তিনি এবং পরিবারের সদ্যসরা মানসিক অবসাদে ভুগছেন। স্বামীর চিকিৎসা ও পরিবার পরিচালনার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চাইলেন অসহায় স্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ