Advertisement

Responsive Advertisement

বিশ্ব রক্তদাতা দিবসে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

 
আগরতলা, ১৪ জুন : রক্তদান মানে জীবন দান। রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞান এগিয়ে গেলেও রক্তের বিকল্প আবিষ্কার করা যায়নি। শুক্রবার ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানী আগরতলার রাধানগর মোটরস্ট্যান্ডে এই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী 
 রাধানগর মোটরস্ট্যান্ডে ডেভেলপমেন্ট সোসাইটি-এর উদ্যোগে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন মানুষের সেবার অন্যতম মাধ্যম এটি। এদিনের রক্তদান শিবিরে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী, আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা, সমাজসেবী পাপিয়া দত্ত, সমাজসেবী প্রবীর রায়, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা। 
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের উদ্দেশ্য। মন্ত্রী রাধানগর মোটরস্ট্যান্ডে ডেভেলপমেন্ট সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ