আগরতলা, ১৪ জুন : রক্তদান মানে জীবন দান। রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞান এগিয়ে গেলেও রক্তের বিকল্প আবিষ্কার করা যায়নি। শুক্রবার ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানী আগরতলার রাধানগর মোটরস্ট্যান্ডে এই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
রাধানগর মোটরস্ট্যান্ডে ডেভেলপমেন্ট সোসাইটি-এর উদ্যোগে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন মানুষের সেবার অন্যতম মাধ্যম এটি। এদিনের রক্তদান শিবিরে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী, আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা, সমাজসেবী পাপিয়া দত্ত, সমাজসেবী প্রবীর রায়, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ