আগরতলা, ১২জুন : রাজধানী আগরতলাসহ রাজ্য জুড়ে যান সন্ত্রাস অব্যাহত রয়েছে। ট্রাফিক পুলিশের তৎপরতার পরেও দিন দিন যেন এই সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। এবার যান সন্ত্রাসের শিকার হলেন এক সাধু। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার মিলনচক্র এলাকায়। জানা যায় গৈরিক সাধু শ্যামল দাস ভিক্ষা করতে বেরিয়ে ছিলেন, তখন হঠাৎ করে দ্রুতগামী কোন বাইক বা গাড়ি তাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পথ চলতি মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে আহত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি বিপদমুক্ত বলেও জানান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কিন্তু ঘাতক যানটিকে চিহ্নিত করা যায়নি।
0 মন্তব্যসমূহ