Advertisement

Responsive Advertisement

আসাম রাইফেলস উত্তর-পূর্বের প্রহরী রক্তদান শিবিরে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী




 
আগরতলা, ১৩ জুন : নিজেদের মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার পালনের অঙ্গ হিসেবে আসাম রাইফেলস আগরতলা সেক্টরের ১৮ নং ব্যাটেলিয়ানের সদর দপ্তরে উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দিন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাজ্যে রক্তের যোগানের আসল চিত্র তুলে ধরেন এবং তিনি বলেন রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগানে অনেকটা ফারাক রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন "উত্তর-পূর্বের প্রহরী" নামে পরিচিত আসাম রাইফেলস এই অঞ্চলে দীর্ঘ কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে দাঁড়িয়ে আছে। দেশ ও জাতির নিরাপত্তা রক্ষার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাদের অটল প্রতিশ্রুতি রয়েছে, রয়েছে বহু আত্মত্যাগের উদাহরণ। আসাম রাইফেলসের জওয়ানদের বীরত্ব, সাহস এবং কর্তব্যের প্রতি অটল অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের সৈনিকদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করে, তাদের সেবা ও ত্যাগের সর্বোচ্চ আদর্শকে সমোন্নত রাখতে অনুপ্রাণিত করে। নিজেদের কর্তব্যে অবিচল থাকার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও পিছিয়ে নেই আসাম রাইফেলস। 
এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ