Advertisement

Responsive Advertisement

এই শিক্ষাবর্ষ থেকে আর্যভট্ট ইউনিভার্সিটি পড়াশুনা শুরু হবে : ভাইস চ্যান্সেলর


অয়ন নাগ, ধর্মনগর, ২৩ জুন : ইউজিসি থেকে যে তালিকা বের হয়েছে ধর্মনগরের আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম না থাকলেও তারা একজন ন্যায়পাল নিযুক্ত করেছেন। ইউজিসির নিয়ম অনুযায়ী একজন ন্যায়পাল আবশ্যক। যে ১৫৭টি ইউনিভার্সিটির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে ১০২টি হচ্ছে সরকারী রেজিস্টার এবং ৪৭টি ইউনিভার্সিটি হচ্ছে বেসরকারি। ন্যায়পাল হিসাবে এই ইউনিভার্সিটি অবসর প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ড: পঙ্কজ পালকে নিয়োগ করা হরেছে। 
সেই সঙ্গে ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ, যোগা এমনকি বিভিন্ন বিশেষ সুবিধা ছাত্রদেরকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। পরবর্তী তালিকায় ইউনিভার্সিটিটির নাম চলে আসবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। এই ইউনিভার্সিটিটির নুতন বিল্ডিং এর কাজ তিলথৈ এর পালগাঁওয়ে প্রায় শেষের পথে। আগামী আগস্ট মাসে এই নতুন ভবনের উদ্বোধন হবে। একই সাথে দুই হাজার ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে। প্রতিদিন যথারীতি ইউনিভার্সিটি কাজকর্ম চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এক সাংবাদিক সম্মেলন করে ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন  ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর ডক্টর গুঞ্জন বংশাল, রেজিস্টার দীপক বংশাল, কমার্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত জয় দেবনাথ, মার্কেটিং এর দায়িত্বপ্রাপ্ত গৌরীশ চক্রবর্তী এবং রাজনৈতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দন দেবনাথ প্রমুখ। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ