আগরতলা, ১৮ জুন: রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ চলছে। পুরো নিগম এই সকল উন্নয়নমূলক কাজ করছে। এর অংশ হিসেবে জিবি বাজারেও নির্মাণ কাজ চলছে। ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে পুরাতন বহু দোকান ভেঙ্গে নতুন করে অত্যাধুনিক বাজার তৈরি করা হচ্ছে।
মঙ্গলবার জিবি বাজার পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, পুর কমিশনার শৈলেশ যাদব, স্থানীয় কর্পোরেটর লতা নাথ সহ জিবি বাজার কমিটির নেতৃত্বরা। গত বছর দুর্গা পূজার আগে জিবি বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছিল আগরতলা পুর নিগম। সেখানে জায়গা দখল মুক্ত করতে বুলডজার চালানো হয়। পূজার প্রাক্কালে এই ধরনের অভিযানের বিরুদ্ধে মানুষ সরব হয়েছিলেন। তাই কাজ বন্ধে করে দিয়ে ছিলো পুর নিগম। অবৈধ দখলদারদের দোকান সরিয়ে নিতে নোটিশ পাঠানো হয়। এবার পুনরায় উচ্ছেদ অভিযান অত্যাধুনিক পাকা দোকান সেড এবং কভার ড্রেন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে পুর নিগম। তাই ওই এলাকা পরিদর্শনে গেলেন মেয়র ও অন্যান্যরা। তারা ব্যবসায়ীদের পাশাপাশি বাজার কমিটির সঙ্গেও কথা বলেন। যে সকল অবৈধ দোকানদার এখনো রয়েছেন খুব শীঘ্রই সেখানে অভিযানে যাবে পুর নিগম। উচ্ছেদ অভিযান শেষ হলে সেই এলাকায় সংস্কার এবং কভার ড্রেন নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন মেয়র।
0 মন্তব্যসমূহ