আগরতলা, ২৮জুন : কৃষকদের স্বার্থে রাজপথে নেমে মিছিল করলো সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি, এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সবার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর । কেন্দ্রীয় সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি না রাখায় ধিক্কার জানান তারা।
শুক্রবার বিকালে রাজধানী আগরতলার মেলারমাঠ এলাকা থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কৃষক সাভার রাজ্য সম্পাদক পবিত্র কর, প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। পবিত্র কর বলেন, খরিফ মরসুমে কেন্দ্রীয় সরকার ধানের ন্যূনতম দাম নির্ধারণ করেছে প্রতি কেজি ২৩ টাকা। আর রাজ্য সরকার ধান কিনছে ২১ টাকা ৮৩ পয়সায়। স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী ৩০ টাকা ১২ পয়সায় ধান কেনার কথা। তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদেরও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। মন্ত্রী আমলাদের কাছে গেলে তারা বিষয়টি দেখছেন বলে এড়িয়ে যান। গত বছর সেচের অভাবে ৬০ শতাংস ধানের উৎপাদন কম হয়েছে বলে জানান তিনি। অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকার এই ভাবেই কৃষকদের বঞ্চিত করছে। এর প্রতিবাদে এই ধিক্কার মিছিল বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ