মহিলার বাড়ি আগরতলা উত্তর বাধারঘাট এলাকায় এবং অজয় দাসের বাড়ি গোলাঘাটি জগন্নাথ পাড়ায়। আরো জানা যায় অজয় দাসের স্ত্রীর বেশকিছু দিন আগে মৃত্যু হয়। অজয় দাস শনিবার দুপুরে আগরতলা থেকে তার বান্ধবীকে নিজ বাড়িতে নিয়ে যায়। তারপর অজয় দাসের বাড়িতে বসে মদের আসার। সেখানে দুই জন দুইজন আদিম খেলায় লিপ্ত হন। এলাকার মহিলারা দুপুর থেকে তাদের উপর নজর রাখছিলেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্তে এলাকাবাসী অজয় দাস ও তার বান্ধবীকে আটক করে। তখন মদমত্ত অবস্থায় ঐ মহিলা এলাকার মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। তখন স্থানীয় মহিলারা অজয় দাস সহ ঐ মহিলাকে এলাকারকালী মন্দিরে নিয়ে যায়। সেখানে দুই জনকে বিয়ে করিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোলাঘাটি জগন্নাথ পাড়া এলাকায় সমালোচনার ঝড় বইছে।
0 মন্তব্যসমূহ