পাশাপাশি তিনি আরো বলেন, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভা নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
সদর জেলা মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন এবং অধিকারের লক্ষ্যে লড়াই করবে প্রদেশ কংগ্রেস। ফলে, আগামীদিন প্রসাশনিক দায় দায়িত্ব পালনে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বর্তমান সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তীর তৎপরতায় প্রতিনিয়ত মজবুত হচ্ছে মহিলা কংগ্রেস। রাজ্যের মহিলাদের স্বার্থ সম্বলিত নানা বিষয়ক সহ সাধারণ মানুষের কল্যানে ব্যাপক সাড়া জাগানো নানা আন্দোলন কর্মসূচি তিনি গ্রহণ করেছেন। যার ফলে তিনি সংগঠনের মধ্যে ও রাজ্যের মহিলাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে স্বক্ষম হয়েছেন।
0 মন্তব্যসমূহ