আগরতলা, ১২জুন : দুবাই, কাতার বাংলাদেশ আরবের পাশাপাশি এবার মধ্যপ্রাচ্যের আরো এক দেশ ওমানে পাড়ি দিচ্ছে ত্রিপুরা রাজ্যের সুস্বাদু কুইন আনারস। বৃহস্পতিবার প্রথমবারের মতো ওমানে রপ্তানি করা হবে পাঁচ মেট্রিক টন কুইন আনারস। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এ খবর জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় আগরতলা রেলস্টেশন থেকে ট্রেনে করে এই আনারস গুলো প্রথমে গৌহাটি যাবে তারপর সেখান থেকে বিমানে করে উড়ে মধ্যপ্রাচ্যের ওমানের উদ্দেশ্যে রওনা দেবে। মূলত সিপাহীজলা জেলার বিভিন্ন বাগান থেকে এই অর্গানিক আনারস গুলো সংগ্রহ করা হয়েছে।
ওমানের পাশাপাশি এবছরও মধ্যপ্রাচ্যের দুবাইতেও এবছর আনারস রপ্তানি করা হবে। মেট্রিক টন আনারসবিদেশে রপ্তানি করা হয়েছে। আনারসের পাশাপাশি কাঁঠাল বেল তেতুল সাতকরা আদা ইত্যাদি ফল ও সবজি বিদেশে নিয়মিত ভাবে জার্মানি সহ অন্যান্য দেশে রপ্তানি করা হচ্ছে। দেশের আভ্যন্তরীণ বাজারে রাজ্যের আনারসের চাহিদা বৃদ্ধি করার লক্ষ্যে দিল্লিতে গত বছর একটি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল, এ বছর মধ্যপ্রদেশের ইন্দুরে আনারসের এমন একটি প্রদর্শনের আয়োজন করা হবে বলেও জানান মন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি নিজে থাকবেন পাশাপাশি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকেও উপস্থিত টাকার জন্য আমন্ত্রণ জানাবেন বলেও জানান।
0 মন্তব্যসমূহ